Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় তক্ষকসহ দুই চোরাকারবারী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ মে) রাতে শার্শার মাটিপুকুর গ্রাম থেকে দুই চোরাকারবারীসহ তক্ষকটি উদ্ধার করা হয়।

যশোরের সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) এর বাড়িতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সাপ বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত-হাসেম আলী ব্যাপারীর ছেলে মো. করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মামুনুর রশিদকে (৪২) আটক করা হয়।করিম হোসেনের নামে এর আগে একই ধরনের অপরাধের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত তক্ষকটি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান তক্ষক একটি দুষ্প্রাপ্য ও সংরক্ষিত বন্যপ্রাণী। এদের অবৈধভাবে সংগ্রহ, সংরক্ষণ বা পাচার করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন