Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল,শাড়ী, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার, ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্টজাল, জিরা, সিগারেট, বিভিন্ন প্রকারের চকলেট, সিএনজি গাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানান।

বিজিবি জানান, বিজিবি‘র টহলদল সোমবার (১৯ মে) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপিসহ আরো কয়েকটি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা মূল্যের এ সমস্ত ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন