Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শংকরপুরের মাঠে ফেলে রাখা ককটেলকে টেনিস বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু গুরুতর জখম হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮টায় শহরের শংকরপুর ছোটনের মোড়ের পাশে খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার পাঁচ বছরের শিশু খাদিজা সকালে খেলতে যায় ছোটনের মোড়ের ওই মাঠে। সেখানে পড়ে থাকা একটি ককটেলকে বল ভেবে বাড়িতে নিয়ে যায়। ওই বল দেখে ছয় বছরের সজিব ও তিন বছরের শিশু আয়েশা এসে খেলা শুরু করে। এসময় বলটি বিস্ফোরিত হলে চারজনই গুরুতর জখম হয়। পরে তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের আটক করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন