Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এখানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে তারা বেশ কিছু সত্যতা পেয়েছেন।

অভিযানে দুদক টিমের সদস্যরা হাসপাতালের খাবার, চিকিৎসা সেবা, অ্যাম্বুলেন্স ভাড়া এবং চিকিৎসক উপস্থিতিসহ একাধিক বিষয়ে তদন্ত করেন।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, তালিকায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম ও নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে রোগীদের।

তারা রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই দিন পর্যন্ত কেউ কেউ খাবার পান না। টেন্ডার অনুযায়ী প্রতিদিনের খাবারে নির্ধারিত পরিমাণে চিনি ও মাছ দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তা দেওয়া হয় না। যেখানে ১২৯ গ্রাম মাছ দেওয়ার কথা, সেখানে সরেজমিনে মাত্র ৬৮ গ্রাম মাছ দেওয়া হচ্ছে, তাও নিম্নমানের। একইভাবে ৩১০ টাকা মূল্যের খাবারের পরিবর্তে রোগীদের পরিবেশন করা হচ্ছে মাত্র ১৮০ টাকার ব্রয়লার মুরগি।

এছাড়া, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মিলেছে। এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক চিকিৎসকের অনুপস্থিত থাকার বিষয়টিও ধরা পড়ে।

সহকারী পরিচালক আল-আমিন জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়গুলো কমিশনকে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন