রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
ত্রাণের চাল আত্মসাৎ মামলা

ত্রাণের চাল আত্মসাৎ : উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারে পরোয়ানা

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে সরকারি ত্রাণের চাল আত্মসাৎ মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে মালামাল ক্রোক ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

গত ১ অক্টোবর উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। চার্জশিটের ওপর শুনানি শেষে গত ৬ নভেম্বর চার্জ গঠন করেন বিচারক। এরপর আসামি উত্তম চক্রবর্তী বাচ্চু আদালতে হাজির না হওয়ায় মালামাল ক্রোক ও গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশ্যে ৫ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। যার মধ্যে থেকে এক ট্রাক চাল গোডাউনে না নামিয়ে স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাক চালককে আটক করে। আটক দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করে। এ মামলার তদন্ত শেষে উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে যশোর ডিবি পুলিশ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন