Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর আইনজীবী সমিতির সিনিয়র এক সদস্যের সাথে অশোভন আচরণের অভিযোগে সমিতির সদস্য রুহিন বালুজ ও শওকত আলী পিন্টুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে তাদেরকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. গফুর।

নোটিশে বলা হয়েছে, গত বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বিচারকার্য চলাকালে সিনিয়র আইনজীবী দেবাশীষ দাসের সঙ্গে রুহিন বালুজ অশোভন আচরণ করেন। যা সমিতির সম্মান ও আইন পেশার মর্যাদার পরিপন্থী।

অন্যদিকে রুহিন বালুজ দাবি করেন, তিনি আদালতে একটি মামলা পরিচালনার উদ্দেশ্যে বসে ছিলেন। এ সময় সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, পেশকার ও বিচারকের উদ্দেশ্যে মামলা ডাকার বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। তিনি বলেন, আমি বিকেল সাড়ে ৪টায় এলে তখন মামলা ডাকবেন বলে বিচারক জানান।

রুহিন আরও জানান, এ নিয়ে দেবাশীষ দাস ও শওকত আলী পিন্টুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি উভয়কে শান্ত করার উদ্দেশ্যে দাঁড়ান। পরে বিষয়টির নিষ্পত্তি হলেও উভয়ের বিরুদ্ধেই সমিতিতে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সময়মতো কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন