বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিশৃঙ্খলা, হট্টগোল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের (সি ক্যাটাগরি) মাঝে চেক বিতরণ হয়েছে । বুধবার (১৪ মে) চেক বিতরণ অনুষ্ঠানে আহতদের তালিকায় ভুয়া নাম থাকার দাবি করে অনুদান বিতরণ স্থগিত রাখার দাবি জানান শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুরে কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে জুলাই বিপ্লবে জেলার সি ক্যাটাগরির ৬৬ জন আহতের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতি আহতদের জন্যে এক লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

তবে অনুষ্ঠানের মাঝে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তালিকা ও তালিকাকারীদের নিয়ে আপত্তি তোলেন।

এরপর থেকে প্রতিক্রিয়া শুরু হয়, শুরু হয় বিশৃঙ্খলা। পরে মিলনায়তনের মধ্যেই শিক্ষার্থীরা স্লোগান দেয় ও প্রতিবাদ জানায়। একপর্যায়ে চেক বিতরণের সময় হট্টগোল শুরু হলে জেলা প্রশাসক ও বিতরণ অনুষ্ঠানের সভাপতি আজহারুল ইসলাম মিলনায়তন ত্যাগ করেন।

এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বার বার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি শিক্ষার্থীদের জানান, ভুল থাকলে আরও যাচাই-বাছাই করা যেতে পারে, নাম সংযোজন করা যেত পারে। কিন্তু তাতেও শিক্ষার্থীরা শান্ত হননি।

ছাত্ররা এ সময় জানান, এই তালিকা অনুসারে অনুদানের চেক দেওয়া হলে জুলাই বিপ্লবে প্রকৃত শহীদদের সঙ্গে বেঈমানী করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন