Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ট্রাক চালককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের চিত্রা মোড়ে ট্রাক চালককে ছুরিকাঘাত করে ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ট্রাক চালক ইউসুফ আলী (৪৩) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ।

অভিযোগে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে ইউসুফ তার ট্রাকটি চিত্রার মোড়ে রেখে প্রস্রাব করার জন্য নামেন। এ সময় অজ্ঞাত ২/৩ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ইউসুফের পেটে এবং হাঁটুর নিচে ছুরিকাঘাত করে কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তার চিৎকারে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন