Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অ্যাম্বুলেন্স চালক আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের রেল রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অ্যাম্বুলেন্স চালক গুরুতর জখম হয়েছেন। সোমবার (১৩ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে চার খাম্বা মোড়ে জনি কাবাবের পেছনে এ ঘটনা ঘটে।

আহত চালক কবির হোসেন (২২)। তিনি শহরের ঘোপ বেলতলা বউ বাজারের বাসিন্দা এবং পেশায় অ্যাম্বুলেন্স চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কবির হোসেন রিকশা থেকে নামলে অস্ত্রের মুখে দুই ছিনতাইকারী তাকে জোরপূর্বক গলির ভেতরে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তারা চাকু দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত রয়েছে শহরের শংকরপুর এলাকার শিপন ও গোল্ডেন সাব্বির।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন