Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চৌগাছায় ট্রলি-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চৌগাছা সড়কের জগহাটিতে ধান বোঝাই ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর থেকে একটি সিএনজি কয়েকজন যাত্রী নিয়ে চৌগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জগহাটি রুলপাড়া এলাকায় পৌঁছালে মাঠ থেকে ধান বোঝাই করে সড়কে ওঠা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী সেলিম রেজা রথি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরও চারজন যাত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেলিম রেজা রথির মরদেহ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন