Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি

‘মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে বেনাপোলে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে বেনাপোল বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথকভাবে মহান মে দিবসের শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পোর্ট থানা জামায়াত ইসলামের নেতা-কর্মীরা এক শোক র‌্যালি শেষে নিহত শ্রমিকদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার আমির রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মতিয়ার রহমান, মাওলানা ইলিয়াস আলী, মাওলানা নুরুল হক, ইয়ানুর রহমান প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন