Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের আলোচিত টিএসআই রফিক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

 নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর পুলিশ ফাঁড়ির আলোচিত সাবেক টিএসআই রফিক ও তার স্ত্রী ঝরণা ইয়াসমিনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদের ক্রোক করা স্থাবর সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিনের পৃথক আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক টিএসআই রফিক ও তার স্ত্রী ঝরণা ইয়াসমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে পৃথক মামলা দায়ের হয়। দুদকের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন এ মামলা দুটি করেন। একটি মামলায় সাবেক টিএসআই রফিক এবং অপর মামলায় রফিক ও তার স্ত্রী ঝরণা ইয়াসমিনকে আসামি করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে সাত কোটি ৩০ লাখ নয় হাজার ৩৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার পর আদালতের আদেশে অভিযুক্ত দম্পত্তির স্থাবর সম্পদ ক্রোক করে দুদক।

পরবর্তীতে ওই স্থাবর সম্পদ দেখ-ভালের জন্য দুদক আদালতে রিসিভার নিয়োগের আবেদন করে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া ওই দম্পতির আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন