বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’ এ প্রতিপাদ্যে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। ‘জেলা লিগ্যাল এইড কমিটি যশোর’র আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এসে শেষ হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মাইনুল হক, বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন