বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

নওয়াপাড়ায় কয়লা বোঝাই কার্গো জাহাজে ফাটল

যশোর প্রতিনিধি

অভয়নগরের ভৈরব নদের নাব্যতা সংকটের কারণে এমভি ষাট গম্বুজ নামে একটি ৭শ’ টনের কয়লা বোঝাই কার্গো জাহাজে ফাটল দেখা দিয়েছে। ফাটল দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। শুক্রবার বিকাল থেকে পানি নিষ্কাশন ও ভিজে যাওয়া কয়লা সরাতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

জাহাজের মাস্টার শাহিনুর রহমান জানান, ৬দিন আগে মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে অভয়নগরের নওয়াপাড়া বাজারের জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের ৭শ’ টন কয়লা নিয়ে জাহাজটি নওয়াপাড়ায় পৌঁছায়। এরপর নোঙ্গর করা হয় নওয়াপাড়া উপজেলার ভৈরব নদ তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট সংলগ্ন শের আলী বিশ্বাসের ঘাটে। শুক্রবার সকালে জাহাজের সামনের হ্যাজের লক অ্যাঙ্গেলের অংশ ফেটে পানি ঢুকতে শুরু করলে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়। আমরা ও কয়লা মালিকের পক্ষ থেকে পানি নিষ্কাশন ও ভিজে যাওয়া কয়লা সরানোর কাজ শুরু করে।

তিনি আরও জানান, জাহাজের দুটি হ্যাজে ৭শ’ টন কয়লা রয়েছে। সামনের হ্যাজের কয়লা অপসারণ করতে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যে জাহাজে থাকা কয়লা সরাতে না পারলে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদের নাব্যতা সংকট ও অপরিকল্পিত খননের কারণে জাহাজের হ্যাজে ফাটলের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন