Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে হেরোইনের মামলায় কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদকদ্রব্য হেরোইনের মামলায় কারবারী তাজেম ওরফে তাজিম ওরফে তাইজেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্ত রানী দাস এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক।

তাইজেল শহরের বেজপাড়ার নলডাঙ্গা রোডের মৃত শাহেদ আলী মৃধার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর সন্ধ্যার পর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে, বেনাপোল থেকে এক সন্ত্রাসী অস্ত্র ও মাদক নিয়ে যশোরে আসছে। এরই ভিত্তিতে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায়। রাত ৮টা ৫০ মিনিটে তাইজেলকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তার ডান পায়ের উরুতে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক রাউন্ড গুলি ভর্তি ওয়ান শুটারগান এবং বাম পায়ে কসটেপ দিয়ে মোড়ানো একটি টোপলায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অস্ত্র ও মাদক মামলা পৃথক হয়। মাদক মামলাটি তদন্ত করে এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান ২০১৬ সালের ৩১ জানুয়ারি তাইজেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক জানান, মাদক আইনের মামলায় বিচারক এ রায় দিয়েছেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন