বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে বাবা-ছেলের সংঘর্ষ, উভয়েই গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে নারী সংক্রান্ত ঘটনায় গোলযোগের জেরে বাবা ও ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শান্ত (২৫) ও তার বাবা রবিউল ইসলাম (৫৫)। শনিবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত শান্ত সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে করেন। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর আগেও বিষয়টি মীমাংসার জন্য থানার একজন এসআই উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি।

গত ২৬ এপ্রিল আবারও নতুন করে তাদের মাঝে বিরোধ শুরু হয়। এদিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল ইসলাম চাপাতি দিয়ে শান্তর মাথায় আঘাত করেন। পাল্টা প্রতিক্রিয়ায় শান্তও পিতাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন।

স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন