Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ধর্ম বিষয়ে সবোর্চ্চ অনুপস্থিত ১৯৯০ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ধর্ম শিক্ষা। এই দিনের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার সংখ্যা এক হাজার ৯৯০ জন।

এদিন বিভিন্ন ধর্ম বিষয়ক পরীক্ষার মধ্যে ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২৯ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৯০ জন ছাত্র ছাত্রী। এর আগে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন।

তবে এ দিনের পরীক্ষায় কোথাও কোনো বহিষ্কার কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোর শিক্ষাবোডের এস এস সি পরীক্ষা নিয়ন্ত্রণ সেল এসব তথ্য জানিয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন