Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ টাকা উদ্ধার এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্য আটক হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ৮টি ব্ল্যাঙ্ক চেক, ৪টি ডিজিটাল রাবার সিল ও দুটি মোবাইল ফোন।

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার আরএসবি ইটভাটার ম্যানেজার টুলু মিয়া অভিযোগ করেন, কয়লা সরবরাহের কথা বলে প্রতারকরা তার ও মালিক সাজু প্রধানের কাছ থেকে মোট ২০ লাখ টাকারও বেশি আত্মসাৎ করে এ প্রতারক চক্রটি। গত ১৯ মার্চ যশোরের অভয়নগরের পাঁচকবর এলাকা থেকে কয়লা লোডের পর পাঁচটি ট্রাকে ১১৯ টন কয়লা পাঠানোর কথা বললেও তা আর পৌঁছায়নি। পরবর্তীতে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

এ অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ প্রথমে তদন্তে নামে। তারা শুক্রবার রাতে ঝালকাঠির রাজাপুর থানার কৃষ্ণবাটী এলাকা থেকে কামাল খান (৫৬) ও নাসির হাওলাদার ওরফে আঃ রহমান হাওলাদার (৬৯) নামে দুইজনকে আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পরদিন খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৫) ও আক্তারুজ্জামান (৩৪) নামে আরও দুই সদস্যকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণার সঙ্গে জড়িত। তাদের মধ্যে কামাল খানের বিরুদ্ধে তিনটি এবং নাসির হাওলাদারের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন