Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন বিষের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পলাতক বিষে যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত গরীব উল্লাহ সরদারের ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর রাত নয়টার দিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছে। তাৎক্ষণিক কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিষেকে আটক করে। এসময় তার কাছ থেকে দুশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই আমির হোসেন। মামলাটি তদন্ত করে এসআই মাসুম কাজী ২০১৭ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন।

বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইকবাল হোসেন বিষের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিষে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন