Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চড়ক পূজায় খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরের পল্লীতে চড়ক পূজা উৎসবে খেজুর ভাঙ্গতে গিয়ে গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে মণিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট একই গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সুত্র জানা যায়, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসবে একত্রিত হন সন্নাসীরা। সোমবার বিকালের দিকে মণিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি প্রায় ৪০ ফুট উঁচু গাছের মাথা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত্যুর বিষয়ে খোঁজ নিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন