শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর থানা পুলিশ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী বৃহস্পতিবার উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে (২৫) গ্রেফতার করে। ওই সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত শাওন হোসেনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন