Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে অনলাইন জুয়া সিন্ডিকেটের ডিলারসহ ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় অনলাইন জুয়া সিন্ডিকেটের ডিলারসহ ছয় জনকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীররাতে ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড় এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা সদর উপজেলার আমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, একই গ্রামের মনিরুল হুদার ছেলে মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের আলমগীরের ছেলে তারেক রহমান।

এসময় উদ্ধার করা হয়েছে জুয়ার বোর্ডে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক, ৩০ টি মোবাইল সিমসহ বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুই লাখ ৬৩ হাজার টাকা।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভার্চুয়াল কারেন্সি ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তারা দেশের তরুণদের জুয়ায় আসক্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

এই সিন্ডিকেটটি মূলত অনলাইন জুয়ার শীর্ষ পর্যায়ের বেশকিছু ওয়েবসাইটের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করতো। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন গ্রুপে লোভনীয় অফারের মাধ্যমে মানুষকে জুয়ায় আকৃষ্ট করতো। এরপর এসব জুয়াড়িদের অর্থ তাদের ব্যক্তিগত বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করত। পরবর্তীতে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বাইন্যান্স অ্যাপে ব্যবহার করে বিদেশে পাচার করত।

এই অনলাইন জুয়া চক্রের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে এবং তরুণ প্রজন্ম জুয়ার প্রতি আসক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধীরা অনলাইনে ক্রিকেটের আইপিএল, বিপিএল, সিপিএলের মতো টুর্নামেন্টকে কেন্দ্র করে বড় পরিসরে এই জুয়ার আসর পরিচালনা করে।

যশোর ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এ বিষয়ে বিফিং শেষে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন