Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোর ৪৯ বিজিবির আওতাধীন শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি-পিস, বিভিন্ন প্রকার পোশাক, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল থেকে উক্ত সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উক্ত চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় আটক করা হয়। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন