Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে মাদ্রাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক মাদ্রাসা শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চান্দুটিয়া মইনুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন এ হামলার শিকার হন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম হোসেনের ভাই দাউদ হোসেন জানান, শনিবার রাতে তার ভাই বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী রড, পাইপ ও বিদেশি টর্চলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদ হোসেন অভিযোগ করেন, ওই এলাকার বিএনপি-জামায়াত কর্মী রায়হান, সুজন, কুদ্দুস ও সাগর এ হামলার সঙ্গে জড়িত। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলেও তিনি জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, বিষয়টি পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন