Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ২৩ মামলার আসামি সন্ত্রাসী ভাইপো রাকিব আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হত্যাসহ ২৩ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টা ১৫ মিনিটে ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুইয়ার নেতৃত্বে একটি টিম বেজপাড়া থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুইয়া জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসীস। এর আগে একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবৃদ্ধ হন। তাকে ঢাকায় নেয়া হয়। এরপর যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন