Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির(জেলা জজ) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি আব্দুল লতিফ লতা।

সাজাপ্রাপ্ত আসামি শামিম হাসান ওরফে শামিমুল ইসলাম অভয়নগর উপজেলার বাশুয়াড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, অভয়নগরের একটি স্কুলের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীর সাথে প্রতিবেশী চাচাতো ভাই সম্পর্ক ছিলো শামিম হাসানের। তারা বিভিন্ন সময় একে অন্যের মোবাইলে ভিডিও গান আদান প্রদান করতেন। ২০২০ সালের ১৮ আগস্ট সকাল সাড়ে নয়টায় শামিম হোসেন ওই কিশোরীকে মোবাইলে ভিডিও দেবে বলে বাড়িতে যেতে বলেন। ওই কিশোরী সরল বিশ্বাসে শামিমের বাড়িতে যান। পরে সে শামীমের ঘরে ঢুকতেই দরজা ভেতর থেকে আটকে দিয়ে ধর্ষণ করে। সর্বশেষ এসব বিষয়ে কাউকে কিছু বললে খবর আছে এমন ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ছেড়ে দেন শামীম। ওই কিশোরী বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ওইদিন রাতেই অভয়নগর থানায় মামলা করে। মামলাটি তদন্ত করে এসআই জাকির হোসেন শামিম হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ বৃহস্পতিবার আদালত শামিমের উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন