Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে গিয়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় যশোরের নাভারন -সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথিমধ্যে কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শুভেন্দু বিশ্বাস জানান, ‘আহতদের মধ্যে ২ জনের অবস্থা একটু খারাপ হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন বলেন, আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক-হেলপার পালিয়ে গেছে। কুচেমোড়া থেকে বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন