Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর উপশহরে র‌্যাব-৬ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে । তিনি হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার শান্ত আহম্মেদ (২৩)। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসবাস করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে মাদক বিক্রি করার জন্য অপেক্ষায় ছিলেন মাদক ব্যবসায়ী শান্ত। এ সময় অভিযান চালিয়ে তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৬।

যশোরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাসেল জানান, শান্ত আহম্মেদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন