শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর সেনানিবাস এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক রাহুল কুমারকে যশোর সেনানিবাস এলাকা থেকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। রাহুল কুমার ভারতের মুম্বাই জেলার মুম্বাই থানার খেলারীয়া গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে আটক করার পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুরে বেতার যন্ত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যশোর সেনানিবাস এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় একজন ভারতীয় নাগরিক আটক হয়েছে। তিনি দ্রুত সেখানে উপস্থিত হয়ে আটক রাহুল কুমারকে হেফাজতে নিয়ে আসেন।

রাহুল কুমার তার সাথে বৈধ কাগজপত্র বা পাসপোর্ট কোন কিছুই দেখাতে পারেননি। যার ফলে তাকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ১৯৫২ সালের ৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন