Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সন্ত্রাসীরা বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে। নিহত মেহেদী হাসান সাদী (৩৫) ওই এলাকার শওকতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার পর তার মৃত্যু হয়।

সাদীর তার স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী সাদীর কাছে চাঁদা দাবি করে আসছিলো। তার জেরেই রাতে সাদীকে নিজ বাড়ির সামনে পেয়ে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একটি গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে আধা ঘন্টা পর তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাকিরুল জানান, সাদীর বুকে ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিলো। তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন