Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে সন্তানের গলায় ছুরি ধরে নারী ধর্ষণ চেষ্টাকারী লম্পট আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে শিশু সন্তানের গলার ছুরি ধরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট যুবক হাসানকে আটক করেছে পুলিশ। আটককৃত হাসান উপশহর শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে।

পুলিশ জানায়, ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু হাসান রোববার রাত ৯টার দিকে ভিকটিমের বাড়িতে যায়। সে জানায়, তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে ভিকটিমের বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর, ভিকটিম পাশের রান্না ঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ভিকটিম। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।

সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ভিকটিম নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন