Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে সুমন নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তার পেটের বাম পাশে ও পিঠে একাধিক জখম করা হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন বেনাপোলের কাদমারী গ্রামের বাবুর ছেলে। অভিযুক্ত সন্ত্রাসীর তার নামও সুমন।

জখম সুমনের চাচী নূরজাহান জানান, আহত সুমন লিবিয়ায় ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে এসেছেন। কয়েকদিন আগে গয়ড়া গ্রামের শুকুর আলীর ছেলে সুমন একটি টেলিভিশন চুরি করে। এলাকাবাসী বিষয়টি নিয়ে শালিস বিচারও করেন। যা নিয়ে ক্ষিপ্ত হন অভিযুক্ত সুমন। তার জেরে শুক্রবার রাত সাড়ে ৯ টায় অভিযুক্ত সুমন প্রবাসী সুমনকে একা পেয়ে একের পর এক ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সুমন পালিয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম ভিকটিম পরিবারের সাথে কথা বলেছে। এর নেপথ্যের কারণ খুঁজতে মাঠে রয়েছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন