Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কারাগারে আটক আসামির দুই লাখ টাকা হাতিয়েছেন কারারক্ষী

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগে যশোর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে এ টাকা হাতিয়েছেন কারারক্ষী মিরাজুল ইসলাম।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। ওই আসামির স্ত্রী জোছনা খাতুন মঙ্গলবার সদর আমলী আদালতে এ মামলা করেছেন।

যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী জোছনা খাতুন মামলায় বলেছেন, তার স্বামী নয়নের একটি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ায় তিনি কারাগারে আটক রয়েছেন। কারাগারে থাকার সুবাদে কারারক্ষী মিরাজুল ইসলামের সাথে নয়নের পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এ সময় মিরাজুল ইসলাম তাকে বলেন, তার চাচা ও মামা হাইকোর্টের বিচারপতি। তাকে টাকা দিলে তিনি নয়নকে ৪ মাসের মধ্যে জামিন করিয়ে দিবেন। তখন মিরাজুল ইসলামের সাথে নয়নের ৩ লাখ টাকায় চুক্তি হয়। এরপর নয়নের স্ত্রী জোছনা খাতুন ৩ দফায় ১ লাখ ৮৮ হাজার টাকা দেন মিরাজুল ইসলামকে। কিন্তু নয়নকে তিনি জামিন করিয়ে দিতে পারেননি। এ কারণে নয়ন তার কাছে টাকা ফেরত চাইলে মিরাজুল ইসলাম দিতে অস্বীকার করেন। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জোছনা খাতুন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন