Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অস্ত্র মামলায় বেনাপোলের লিটনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ৮টি মামলার আসামি লিটনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন যশোরের আদালত। মঙ্গলবার (১১ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্রে জানা যায়, লিটনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বোমাবাজি, মাদকসহ সাতটি মামলা ছিলো। চিহ্নিত এ সন্ত্রাসীকে দ্রুত বিচার আইনের একটি মামলায় আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার দেয়া তথ্যানুযায়ী ওই দিন রাত সাড়ে নয়াটায় বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই মনিরুল ইসলাম ওই বছরের ১৫ অক্টোবর লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মঙ্গলবার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক লিটনের উপস্থিতিতে অস্ত্র আইনে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে গুলি আইনের ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন