Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শা সীমান্তে ছয় লাখ টাকার মাদকসহ অন্যান্য পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার বেনাপোল সহ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের মাদক ও অন্যান্য পণ্য জব্দ করেছে বিজিবি। যার সিজার মূল্য ৫ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকা। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় ৪৯ বিজিবির একাধিক সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় বিজিবির বিশেষ টহল দল যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিস, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। বিজিবির এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন