বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বেজপাড়া বনানী রোডে দেয়াল চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা।

রোববার (৯ মার্চ) সকালে তিনি যশোর পৌরসভার ঠিকাদারের অধীনে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এসময় রাস্তার পাশে থাকা একটি পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে ডালিম চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন