Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে খালুর চোখ উপড়ে দেয়া সেই যুবক আটক, নেপথ্যে নারী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে খালুর চোখ উপড়ে দিয়ে পালিয়ে যাওয়া সেই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কি কারণে চোখ উঠিয়ে দিয়েছে সে বিষয়টিও স্বীকার করেছে আটক সাদ্দাম হোসেন।

সে বলেছে, তার প্রথম স্ত্রী প্রিয়া খাতুনের সাথে খালুর অনৈতিক সম্পর্ক ছিলো। যার জেরেই খালুর চোখ উপড়ে ফেলেছেন তিনি। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২ টায় সাদ্দামকে আটকের পর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকি দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বকচর করিম পাম্প এলাকায় সাদ্দাম তার খালু শহিদুলের চোখ উপড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ডিবি পুলিশ পালবাড়ি খয়েরতলা এলাকা থেকে সাদ্দামকে আটক করে। শহিদুল ও সাদ্দাম দুইজনেই বকচর বিহারী কলোনীর বাসিন্দা।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকি জানান, ঘটনার পরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিবি পুলিশের তিনটি দল অভিযানে নামে। আটক সাদ্দাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।
সে জানিয়েছে, ভিকটিম শহিদুল ইসলামের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল । সেই আক্রোশ থেকেই সে এই নৃশংস হামলা চালায়।’

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন