Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বিএনপি-জামায়াত দুই গ্রুপের সংঘর্ষ, তিনজন জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রামের ইউনুস ডাক্তারের ওষুধের দোকানের সামনে এ সংঘর্ষ হয়। যাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জহুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মন্ডলের ছেলে আরিফ মানসিকভাবে অসুস্থ। তিনি বৃহস্পতিবার সকালে পাশের নরসিংহপুর গ্রামে চাল তুলতে যান। এসময় তার কাছে একটি সেলাই রেঞ্জ পাওয়ার পর তাকে চোর সন্দেহে স্থানীয়রা ধরে মারধর করে। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে, জামায়াত কর্মী আব্দুল মোমিন ভিডিওটি শেয়ার করে বিএনপি নেতা বাবলু ও তার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করেন।

এ বিষয় নিয়ে সন্ধ্যার পর বাবলু ও মোমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোমিন ধারালো অস্ত্র দিয়ে বাবলুর মাথায় আঘাত করে। এর পর বাবলুর সমর্থকরা এসে মোমিন ও তার বাবা সুরমান বিশ্বাসের ওপর হামলা চালায়। সংঘর্ষে তিনজন জখমসহ আরও বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি ও জামায়াতের দুই পক্ষই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন