Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে খালুর চোখ উপড়ে দিয়ে পালিয়ে গেল যুবক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের বকচর করিম তেল পাম্প এলাকায় এক যুবক তার খালুর দুটি চোখ উপড়ে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহিদুলের ছেলে জানিয়েছেন, তার বাবা কৃষি কাজ করেন, আর খালাতো ভাই সাদ্দাম হোসেন ট্রাক ড্রাইভার ও মাদকাসক্ত।

তিনি বলেন, ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে তার বাবার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার বাবার চোখে আঘাত করে পরে পালিয়ে যায়। শহিদুলকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

শহিদুলের মেয়ে মারুফা জানান, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল। মারুফার দাবি, সাদ্দামের তৌহিদের সাথে সখ্যতা ছিল এবং তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার উপর হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নেমেছে। তদন্ত চলছে।

এদিকে, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন