Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে পুলিশি অভিযানে হেরোইনসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল পৌর শহর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ মাদক কারবারী আটক হয়েছে। বুধবার (৫ মার্চ) পোর্টথানা পুলিশের একটি দল সাদিপুর আমবাগানে অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ জুম্মন আলীকে (৫২) আটক করে।

তিনি বেনাপোল সাদিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন