Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবির সাবেক উপাচার্য সাত্তারসহ ৪ অধ্যাপকের বিরুদ্ধে দুদকে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়ার অভিযোগে সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ মার্চ) দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, সাবেক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক ফেরদৌসী বেগম।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে দুর্নীতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও নিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নিয়োগ দিয়েছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে আসামি ড. ইকবাল কবীর জাহিদকে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় তথা সরকারি তহবিল হতে ২০০৯ সালের জুন থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত তাকে বেতন-ভাতা বাবদ মোট ১ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৭৮৯ টাকা উত্তোলনের সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। একইভাবে অন্য আসামিদের নিয়োগ দেয়া হয়। এ কারণে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ১৯৪৭সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন