বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে গড়াই পরিবহনের হেলপারের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে ট্রাক চাপায় গড়াই পরিবহনের হেলপার রাহুলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলপার রাহুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুনদিয়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন রাত ৯টার দিকে শহরতলীর রাজারহাট এলাকায় গড়াই পরিবহনকে ডানে রেখে একটি ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল। এমন সময় ওই বাসের হেলপার বাইরে শরীর বের করে ট্রাকের গতি কমানোর ইঙ্গিত দেন । এসময় ওই ট্রাকটি হেলপারকে ধাক্কা দিলে সে নীচে সড়কে ছিটকে পড়ে যায়। এতে হেলপারের মাথা অল্পের জন্য রেহাই পেলেও পায়ের উপর দিয়ে ট্রাকটির চাকা চলে যায়। আশপাশের লোকজন ধাওয়া করেও ট্রাকটি ধরতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় রাহুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানান, তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পায়ে কয়েক জায়গায় ক্ষত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন