শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে ইসলামী আন্দোলনের জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রেসক্লাব যশোরে শুক্রবার (৩১ জানুয়ারি) ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

সম্মেলনে বক্তারা দেশের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধের আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু নসর, সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বাশার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক বাবলুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কে এম আতিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন বলেন, “বিদ্যমান নির্বাচন ব্যবস্থা বাতিল করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতি চালু করতে হবে, যাতে জনগণের ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো আসন পায়।”

সম্মেলনের শেষে প্রধান অতিথি বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মিয়া আব্দুল হালিম, সহ-সভাপতি প্রফেসর ড. ফারুক আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, যুগ্ম-সেক্রেটারি হাফেজ মোহাম্মদ মহসিন। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ নাজমুল হুদা।

সম্মেলনে সংগঠনের নেতারা ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন