যশোরে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্বাধীন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক স্বাধীন সদর উপজেলার নওদাগ্রাম পশ্চিমপাড়ার মাহাবুব মন্ডলের ছেলে। এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার স্বাধীনসহ দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। অপর পলাতক আসামি সবুজ হোসেন একই গ্রামের মন্টুর ছেলে।
মামলায় গৃহবধূ উলেখ করেছেন, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী। তিনি নিজে দিনমজুরের কাজ করে সংসার চালান। স্বামী প্রতিবন্ধী হওয়ার সুযোগে আসামি স্বাধীন বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতো। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরে ঢুকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ কাজে সহযোগিতা করে সবুজ।
গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বাড়ির সামনে সাবেক মেম্বর শরিফুল ইসলামের বাগানে গরু আনতে যান। এ সময় পেছন থেকে এসে সবুজের সহায়তায় স্বাধীন তাকে জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার স্বাধীন ও সবুজকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে রাতেই পুলিশ স্বাধীনকে বাড়ি থেকে আটক করে।
খুলনা গেজেট/কেএম



