শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনায় যশোর বাস মালিক সমিতির সাঃ সম্পাদকের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাম চাকলাদার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের বড় ভাই।

সালাম চাকলাদারের চাচাতো ভাই যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার জানান, এক সপ্তাহ আগে সালাম চাকলাদার অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। তিনি আরো জানান, সালাম চাকলাদারের হার্টের সমস্যা ছিল। এছাড়া তিনি একবার স্ট্রোকও করেছেন।

যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সালাম চাকলাদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আজ নতুন করে ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ১১৫টি রিপোর্ট এসেছে।

জানা গেছে, চাকলাদার পরিবহনের মালিক সালাম চাকলাদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুুই মেয়ে রেখে গেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন