শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিকরগাছায় মালগাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিকরগাছা প্রতিনিধি

বৃহস্পতিবার ১২ নভেম্বর সন্ধ্যায় যশোরের ঝিকরগাছায় মালগাড়ির ধাক্কায় শ্রীপূর্ণ দাস (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
তিনি মণিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের গৌরদাসের ছেলে। ঝিকরগাছা উপজেলার হাজিরালী ঋষিপাড়ায় জামাই শিবদাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে শ্রীপূর্ণ দাস রেল লাইন ধরে ঝিকরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি যখন রেলব্রিজের উপরে বেনাপোল থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। এরপর তিনি নিচে পড়ে মাথায় প্রচন্ডআঘাত পান। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ঝিকরগাছা রেল স্টেশনের বুকিং ইনচার্জ মেহেদি আল মাসুদ ওরফে জেমস বলেন, প্রতিদিন ৫-৬টা মালগাড়ি সকাল থেকে রাত অবধি চলাচল করে এই গাড়ি চলাচলের কোন টাইম সিডিউল নেই। ঝিকরগাছা ষ্টেশন মাষ্টার আরিফুর রহমানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন