শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে সাঈদ হত্যাকান্ড, সন্দেহভাজন আসামি আটক

যশোর প্রতিনিধি

কেশবপুরের চাঞ্চল্যকর আবু সাঈদ (৪২) হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে নিহতের জামাতা নাজমুল আহসানকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। আটক নাজমুল আহসান ডুমুরিয়া থানার ধামালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহষ্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্দ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-মাগুরখালী সড়কের সাতাশকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে যায়। সে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলর ছেলে। সে মোটর চালিত ভ্যানে পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয় করত। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝরনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে যর নম্বর ০২। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই তাপস রায় বুধবার অভিযান চালিয়ে সন্ধিগ্ধ আসামি হিসেবে তার জামাতা নাজমুল আহসানকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মূল তথ্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন