শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে মুক্তিযোদ্ধা অশোক ঘোষের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

কেশবপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা অশোক ঘোষ (৭১) সোমবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সকালে হদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মুক্তিযোদ্ধা কালীপদ বৈরাগী, আবুল গাজী, আব্দুল করিমসহ সর্বস্তরের মানুষ। রষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পাঁজিয়া ধলাইতলা মহাশ্মশান আশ্রমে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহম্মুদ, সম্মিলীত সাহিত্য সাংষ্কৃতিক জোটের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, প্রধান শিক্ষক তাপস দে, সমীর দাস প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন