রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের প্রবীণ সাংবাদিক সিদ্দিকের মৃত্যু

যশোর প্রতিনিধি

ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের সাবেক যশোর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার রাত দুইটার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে যশোর উপশহর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান আবু বকর সিদ্দিক তার আরবপুর পাওয়ার হাউজপাড়ার বাসভবনে বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক।

মঙ্গলবার বাদ জোহর শহরের আরবপুরের বায়তুল মা’মুর জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রবীণ সাংবাদিক আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন