শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রুপালী খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রুপালী ষোলখাদা গ্রামের গোলাম রসুলের কন্যা। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত রুপালীর ছোট বোন আড়াই বছরের শিশু খাদিজা। মঙ্গলবার ১০ নভেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার ষোলখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, রুপালী ও তার ছোট বোন খাদিজা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে খেলছিল। এ সময় পাশ্ববর্তী এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক যুবক মোটরসাইকেল চালিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু রুপালীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার জহুরুল ইসলাম।

জানাগেছে, উক্ত দুর্ঘটনায় নিহত রুপালীর ছোট বোন খাদিজাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন